Tuesday, January 20, 2026

ফ্যাশন জগতের কিংবদন্তি ভ্যালেন্তিনো গারাভানির মৃত্যু


ফাইল ছবিঃ ১৯৭৬ সালে স্পেশাল অলিম্পিকের জন্য আয়োজিত ভ্যালেন্তিনোর এক দাতব্য ফ্যাশন শোতে ইতালীয় কিংবদন্তি ডিজাইনার ভ্যালেন্তিনো গারাভানি ও যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি ওনাসিস। (সংগৃহীত । পিএল গুল্ড/ইমেজেস/গেটি ইমেজেস)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্ব ফ্যাশন অঙ্গনের অন্যতম প্রভাবশালী ও আইকনিক ডিজাইনার ভ্যালেন্তিনো গারাভানি আর নেই। তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯৩ বছর বয়সে তিনি ইতালির রোমে নিজ বাসভবনে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন।

১৯৩২ সালে ইতালির ভোগেরা শহরে জন্ম নেওয়া ভ্যালেন্তিনো শুরুতে প্যারিসের হট কুতুর অ্যাটেলিয়ারে প্রশিক্ষণ নেন। এরপর ১৯৫৯ সালে রোমে নিজের ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হয়ে ওঠেন তাঁর নিখুঁত কাটিং, রাজকীয় নকশা এবং বিশেষ এক ধরনের লাল রঙের জন্য, যা পরে ‘ভ্যালেন্তিনো রেড’ নামে বিশ্বজুড়ে পরিচিতি পায়।

১৯৬০ সালে জিয়ানকার্লো জিয়ামেত্তির সঙ্গে তাঁর পেশাগত ও ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। এই জুটিই ভ্যালেন্তিনো ব্র্যান্ডকে বৈশ্বিক ফ্যাশন সাম্রাজ্যে পরিণত করে। হলিউড তারকা এলিজাবেথ টেলর, অড্রি হেপবার্ন, জোয়ান কলিন্স, বেলজিয়ামের রানী পাওলা এবং যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি ওনাসিস ছিলেন তাঁর নকশার অনুরাগী। ১৯৬৮ সালে জ্যাকলিন কেনেডির বিয়ের পোশাকও তৈরি করেছিলেন ভ্যালেন্তিনো।

দীর্ঘ ক্যারিয়ারে অস্কারসহ বড় বড় রেড কার্পেট ইভেন্টে নিয়মিত দেখা গেছে ভ্যালেন্তিনোর নকশা। জেন ফন্ডা, জুলিয়া রবার্টস, জেনিফার লোপেজ, কেট ব্ল্যাঞ্চেট, অ্যান হ্যাথাওয়ে থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে জেন্ডায়া— অনেক তারকাই তাঁর পোশাকে আলো ছড়িয়েছেন।

১৯৯৮ সালে প্রায় ৩০ কোটি ডলারে নিজের প্রতিষ্ঠান বিক্রি করলেও তিনি আরও এক দশক ফ্যাশনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৮ সালে অবসর নেন এই কিংবদন্তি ডিজাইনার। প্যারিসে রদ্যাঁ জাদুঘরে আয়োজিত বিদায়ী শোতে একই রঙের ‘ভ্যালেন্তিনো রেড’ গাউনে মডেলদের উপস্থিতি ফ্যাশন ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

ভ্যালেন্তিনোর মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাঁকে ইতালীয় হট কুতুরের চিরন্তন প্রতীক হিসেবে অভিহিত করেছেন। ফ্যাশন জগতের সহকর্মী ও তারকারাও সামাজিক মাধ্যমে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

ফ্যাশনবোদ্ধাদের মতে, ভ্যালেন্তিনোর বিদায়ের মাধ্যমে একটি স্বর্ণালি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। সৌন্দর্য, শৈল্পিক শৃঙ্খলা ও আভিজাত্যের যে ধারা তিনি গড়ে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন