- ২০ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বিশ্বখ্যাত ফুটবল তারকা ডেভিড বেকহাম ও ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহামের বড় ছেলে ব্রুকলিন পেল্টজ বেকহাম প্রকাশ্যে জানিয়েছেন, তিনি আর তার বাবা–মায়ের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে চান না। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে তিনি পারিবারিক দ্বন্দ্বের কথা স্বীকার করে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন।
সোমবার ইনস্টাগ্রামে একাধিক স্টোরির মাধ্যমে ব্রুকলিন দাবি করেন, তার বাবা–মা দীর্ঘদিন ধরে গণমাধ্যমে পরিবারকে ঘিরে নিজেদের মতো করে গল্প তৈরি করছেন এবং তার স্ত্রী নিকোলা পেল্টজের সঙ্গে তার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছেন। ২০২২ সালে বিয়ের পর তিনি স্ত্রী নিকোলার পারিবারিক নাম যুক্ত করে ‘পেল্টজ বেকহাম’ নাম গ্রহণ করেন।
১৬ মিলিয়নের বেশি অনুসারীর উদ্দেশে লেখা ওই বক্তব্যে ব্রুকলিন বলেন, “আমার জীবনে এই প্রথম আমি নিজের পক্ষে দাঁড়াচ্ছি।” তিনি আরও বলেন, পরিবারের চাপ ও নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসার পরই তার দীর্ঘদিনের মানসিক উদ্বেগ অনেকটাই কমে গেছে।
বেকহাম পরিবার ও তাদের বড় ছেলের মধ্যে বিরোধের গুঞ্জন বহু বছর ধরেই শোনা যাচ্ছিল। ট্যাবলয়েড সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হলেও এবারই প্রথম সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করলেন ব্রুকলিন।
বক্তব্যে তিনি বিয়ের সময়কার কয়েকটি ঘটনা তুলে ধরেন। তার দাবি, বিয়ের ঠিক আগে ভিক্টোরিয়া বেকহাম নিকোলার জন্য পোশাক তৈরির সিদ্ধান্ত বাতিল করেন, ফলে শেষ মুহূর্তে অন্য ডিজাইনারের পোশাক খুঁজতে বাধ্য হন নিকোলা। শেষ পর্যন্ত তিনি ইতালীয় ফ্যাশন হাউস ভ্যালেন্তিনোর একটি হাউট কৌতুর গাউন পরেছিলেন।
এছাড়া ব্রুকলিন অভিযোগ করেন, বিয়ের অনুষ্ঠানে পরিবারের একাধিক আচরণ তার স্ত্রীকে অপমানিত করেছে। এমনকি তাদের প্রথম নৃত্যের সময়ও পরিস্থিতি বিব্রতকর হয়ে ওঠে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বাবার জন্মদিন উপলক্ষে লন্ডনে গেলেও একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাননি। তার ভাষায়, নির্দিষ্ট শর্তে ও ক্যামেরার উপস্থিতিতে বড় অনুষ্ঠানে যোগ না দিলে বাবার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। এমনকি নিকোলাকে বাদ দিয়েই দেখা করার প্রস্তাব দেওয়া হয়।
ব্রুকলিন স্পষ্ট করে বলেন, “আমার স্ত্রী আমাকে নিয়ন্ত্রণ করে—এই ধারণা সম্পূর্ণ ভুল। আমি আসলে জীবনের বড় একটি সময় বাবা–মায়ের নিয়ন্ত্রণেই ছিলাম।”
এই বক্তব্যের পর ডেভিড ও ভিক্টোরিয়া বেকহামের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।