- ১৪ অক্টোবর, ২০২৫
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আরাফান মুন্সী বিষাক্ত সাপের দংশনে মারা গেছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মেজবাহ আহমেদ খান।
কাউলীবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ আহমেদ শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে জানান, আরাফান মুন্সী ইউনিয়নের চাড়াভিটা গ্রামের মৃত মো. হাতেম মুন্সীর পুত্র। সে মাদ্রাসা থেকে এসে এ বছর কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে ভর্তি হয়েছিল।
সোমবার সকালে পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে যায় আরাফান। সেদিন মধ্যরাতে ঘুমের ঘোরে বিষধর সাপে কামড় দিলে সে তীব্র ব্যথা ও যন্ত্রণায় অচেতন হয়ে পড়ে। পরে রাত ২টার দিকে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।