Tuesday, October 14, 2025

ফেনীতে সাবেক চার সংসদ সদস্যসহ ২৬৪ জনের বিরুদ্ধে নতুন হত্যাচেষ্টা মামলার আবেদন


ছবিঃ ফেনীতে সাবেক চার সংসদ সদস্য (সংগৃহীত)

ফেনীতে সাবেক চার সংসদ সদস্যসহ ২৬৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। মামলার আবেদন করেছেন স্থানীয় ব্যবসায়ী মো. জামাল উদ্দিন গাজী।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশের আদালতে রোববার (১৭ আগস্ট) জামাল উদ্দিন গাজী মামলাটি দাখিল করেন। আদালত তদন্তের জন্য ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন, যাতে তারা বিস্তারিত প্রতিবেদন দাখিল করেন।

মামলার আবেদন অনুযায়ী, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আরও তিন সাবেক সংসদ সদস্য—লেফটেন্যান্ট জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং শিরীন আখতার—সহ বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের পদাধিকারী নেতা আসামি হিসেবে নাম এসেছে।

বাদীর অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় আসামিরা আগ্নেয়াস্ত্র হাতে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাদীর বাম পায়ের হাঁটুর নিচে, গোড়ালি এবং উভয় হাত ও কনুইতে মোট নয়টি গুলির আঘাত লেগে। পরে আসামিরা তাকে লাঠি, লোহার রড ও রাইফেলের বাট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

বাদী জানান, চিকিৎসা চলাকালীন এবং আসামিদের নাম-ঠিকানা সংগ্রহে বিলম্ব হওয়ায় মামলা করতে দেরি হয়েছে। গত ২৬ জুন ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করার পরও পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, মহিপালের ঘটনায় থানা ইতিমধ্যেই ২২টি মামলা গ্রহণ করেছে। বাদীর উল্লেখিত তথ্য বাস্তবে সত্য নয়।

মামলার আবেদন দাখিলের সঙ্গে সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন, যার ভিত্তিতে আগামী দিনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন