- ১০ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্টার | PNN:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাসনিম জারা জানান, তিনি কোনো রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বাধীনভাবে নির্বাচনে অংশ নেবেন। এ ঘোষণার পর এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তিনি ইতোমধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম–এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সদস্য মুশফিকুস সালেহীন।
এনসিপি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে দলটির ভেতরে যে আলোচনা ও মতভেদ চলছিল, তার মধ্যেই তাসনিম জারার এই সিদ্ধান্ত আসে। যদিও নিজের ঘোষণায় তিনি কোনো দল বা জোটের নাম উল্লেখ করেননি। তিনি বলেন, শুরুতে একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকেই সংসদে যাওয়ার স্বপ্ন দেখলেও বর্তমান বাস্তবতায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই জনগণের সামনে দাঁড়াতে চান।
ঢাকা–৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনে এনসিপি আগে তাঁকেই দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। তবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় তাসনিম জারা বলেন, কোনো দলের প্রার্থী না হলে সংগঠিত কর্মী কাঠামো বা প্রাতিষ্ঠানিক সুবিধা পাওয়া যায় না। সে ক্ষেত্রে তাঁর একমাত্র শক্তি হবে সাধারণ মানুষের সমর্থন। তিনি ভোটারদের উদ্দেশে সততা, নিষ্ঠা ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে আইনি শর্ত অনুযায়ী ঢাকা–৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে জানিয়ে তাসনিম জারা বলেন, এই কাজ শুরু হয়েছে এবং এতে এলাকার মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি স্বেচ্ছাসেবকদের আহ্বান জানিয়েছেন।
নির্বাচনী ব্যয় প্রসঙ্গে তিনি জানান, এরই মধ্যে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থের একটি অংশ ফেরত দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। যাঁরা অনুদান ফেরত নিতে চান, তাঁদের জন্য আলাদা প্রক্রিয়া চালু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে তাসনিম জারার পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়ে এনসিপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলটির একাধিক নেতা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা তাসনিম জারা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসে চিকিৎসক হিসেবে কাজ করেছেন। কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে তিনি দেশজুড়ে পরিচিতি পান।