Saturday, October 25, 2025

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম: জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে


ছবিঃ এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে। তিনি দাবি করেন, এসব দল জনগণের স্বার্থের কথা না ভেবে নিজেদের স্বার্থ রক্ষা করছে এবং কেবল নির্বাচনী সংস্কারের উপর কেন্দ্রিত ঐকমত্য কমিশন গঠন করছে।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে এনসিপির শ্রমিক সংগঠন, জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “গণ-অভ্যুত্থানের পর নানা কমিশন গঠন করা হয়েছে, তবে এসব কমিশন নিয়ে কোনো আলোচনা হয়নি। শ্রম কমিশন, স্বাস্থ্য কমিশন কিংবা জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের বিষয়ে কোনো আলোচনা না করে শুধু নির্বাচনের জন্য ছয়টি কমিশন নিয়ে ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের লড়াইয়ের পাশাপাশি আমাদের অর্থনৈতিক রূপান্তরের লড়াই শুরু হয়েছে। আমরা বৈষম্যবিরোধী সমাজব্যবস্থা এবং ইনসাফভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করব। শ্রমিক, ছাত্রসহ সব পেশাজীবী মানুষের একত্রিত হয়ে এই লড়াই করবে।”

এনসিপির আহ্বায়ক জানান, দেশের সকল উন্নয়নের কেন্দ্রে মানবিক মর্যাদা থাকতে হবে। তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, সেই কাঠামো থেকে আমাদের বের হতে হবে। উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে শ্রমিকের মর্যাদা, একটি মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং ন্যায্য মজুরি।”

তিনি আরও বলেন, “শ্রমিকরা এখনো ন্যায্য মজুরির জন্য লড়াই করছেন। গার্মেন্টস, বস্তি, কলকারখানায় আগুন লাগছে এবং শ্রমিকরা মৃত্যুর পর তাদের জীবনের মূল্য ২-৩ লাখ টাকায় নির্ধারণ করা হচ্ছে। তাদের জীবন মূল্যহীন হয়ে পড়েছে।”

নাহিদ ইসলাম বলেন, “শ্রমিকের শ্রমকে কেবল অর্থনীতি শোষণের কেন্দ্র মনে করা যাবে না। বাংলাদেশে যে দুর্নীতি ও লুটপাট হয়েছে, সেই ব্যবস্থার পরিবর্তন করে গণতান্ত্রিক রূপান্তর আনতে হবে।”

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী আমলে যারা রাঘব-বোয়াল, মাফিয়া অলিগার্ক ছিল, তাদের বিচারের আওতায় আনা হয়নি। তিনি বলেন, “এই মাফিয়া অলিগার্কদের এখনো সুরক্ষা দেওয়া হচ্ছে, যারা শ্রমিকদের শোষণ করেছে। আমরা এই অলিগার্কি ব্যবস্থা বদলাতে চাই।”

অনুষ্ঠানে এনসিপির শ্রমিক সংগঠন, জাতীয় শ্রমিক শক্তির নতুন নেতাদের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। তিনি জানান, সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রমিক নেতা রিয়াজ মোর্শেদ, এবং মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রমিক নেতা আরমান হোসেন।

তিনি শেষে বলেন, "জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান স্পষ্ট করবে এবং শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাবে।"

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন