Tuesday, October 21, 2025

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া দুই ধাপে ১৫ শতাংশ বৃদ্ধি, আন্দোলন স্থগিত


ছবিঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্তের পর আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষক নেতারা এই স্থগিতাদেশ দেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. শরিফুন্নেসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনা করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা দুই ধাপে বৃদ্ধি করা হবে। প্রথম ধাপ: ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা), দ্বিতীয় ধাপ: ১ জুলাই ২০২৬ থেকে অতিরিক্ত ৭.৫ শতাংশ অর্থাৎ মোট ১৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা)

এইবৃদ্ধি কার্যকর করার জন্য কয়েকটি শর্তও নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে: পরবর্তী বেতনস্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধা সমন্বয় করা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নিয়োগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮/২০২১ অনুযায়ী করা, বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য থাকবে না, ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি মেনে চলা বাধ্যতামূলক, ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জারি করা জি.ও-এর চার কপি অর্থ বিভাগে পাঠাতে হবে।

এর আগে ১২ অক্টোবর থেকে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাব, কেন্দ্রীয় শহীদ মিনার ও সচিবালয় অভিমুখে মিছিল এবং শাহবাগ মোড়ে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি চালাচ্ছিলেন। তাদের তিন দফা দাবি ছিল: মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১,৫০০ টাকা বৃদ্ধি ও উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ বৃদ্ধি।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার বাড়িভাড়া বৃদ্ধি বিষয়ে দুই ধাপে ১৫ শতাংশ বৃদ্ধি অনুমোদন করায় অভ্যন্তরীণ আলোচনা ও মূল্যায়নের পর কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন