- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেশের শিক্ষাব্যবস্থায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। ফলাফলে অস্বাভাবিক দুর্বলতা দেখে বিস্মিত হয়ে পড়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেছেন, “এতদিন ফল ভালো দেখানোর জন্য শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে, কিন্তু এবারের ফলাফল প্রকৃত চিত্র প্রকাশ করেছে।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষাব্যবস্থার এই সংকট নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো দায়বদ্ধতা এড়ানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
অধ্যাপক আবরার আরও বলেন, “এই ফলাফল আমাদের জন্য আত্মসমালোচনার সুযোগ সৃষ্টি করেছে। কেন এই ধরনের খারাপ ফলাফল আসলো, তা পর্যালোচনা করে দ্রুত সমাধান খুঁজে বের করতে হবে। আমরা শিক্ষার্থীদের মঙ্গলের জন্য এবার প্রকৃত নম্বরই দেওয়া হয়েছে, তবে এতে যে বিপর্যয় ঘটেছে, তা নিঃসন্দেহে চিন্তার বিষয়।”
এছাড়া, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সরকার শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে এবং এটি শিগগিরই বাস্তবায়ন হবে।
এদিকে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, এবারের এইচএসসি ফলাফল শিক্ষাব্যবস্থার চরম বাস্তব চিত্র উন্মোচন করেছে। তিনি বলেন, “শিক্ষার্থীরা এখন পড়ার টেবিল থেকে অনেকটাই দূরে সরে গেছে। এটি অভিভাবকদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”
এছাড়া, এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি ফেল করা বিষয় হিসেবে ইংরেজি ও আইসিটি উল্লেখ করা হয়েছে। ইংরেজির পাসের হার গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন হয়ে ৭৭ শতাংশ থেকে ৫৮ শতাংশে নেমে এসেছে, যা শিক্ষাব্যবস্থার জন্য একটি বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে।
এইচএসসি পরীক্ষার ফল বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রকাশ করা হয়। এ বছর পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত কয়েক বছরে সবচেয়ে কম বলে জানা গেছে।
এই ফলাফল শিক্ষাব্যবস্থার দিক থেকে নতুন একটি প্রশ্ন উত্থাপন করেছে, এবং শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে একসাথে চিন্তা করতে আহ্বান জানানো হয়েছে।