- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দক্ষিণ ভারতের সুপারস্টার যশ অভিনীত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’–এর টিজার প্রকাশের পর তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। টিজারে একটি গাড়ির মধ্যে যশ ও একজন নারীর ঘনিষ্ঠ মুহূর্ত এবং পরপর একাধিক হত্যার দৃশ্য দেখানো হয়েছে। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে।
টিজারে যশের সঙ্গে দেখা যাওয়া নারী শিল্পী হলেন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী বিট্রিজ টাউফেনবাখ। পরিচালক গীতু মোহনদাস ইনস্টাগ্রাম স্টোরিতে নিশ্চিত করেছেন, টিজারে যশের সঙ্গে অভিনয় করেছেন বিট্রিজ। ২০১৪ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা বিট্রিজ গানও করেন। সামাজিক সমালোচনার কারণে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছেন।
টিজারের এই দৃশ্যকে ‘অশালীন’ ও ‘যৌনভাবে স্পষ্ট’ হিসেবে চিহ্নিত করে আম আদমি পার্টির নারী শাখা কর্নাটক রাজ্য নারী কমিশন লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, দৃশ্যটি নারী ও শিশুদের সামাজিক কল্যাণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং কন্নড় সংস্কৃতির মূল্যবোধে আঘাত হানতে পারে। এরপর কমিশন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। তবে সিবিএফসির পক্ষ থেকে বলা হয়েছে, টিজারটি শুধুমাত্র ইউটিউবে প্রকাশিত হওয়ায় এটি তাদের নিয়ন্ত্রণের বাইরে। সিনেমা হলে প্রদর্শনের জন্য নির্ধারিত ছবি ও ট্রেলারে সার্টিফিকেশন বাধ্যতামূলক।
এদিকে সমাজকর্মী দিনেশ কাল্লাহল্লি সিবিএফসির চেয়ারম্যান প্রসূন যোশিকে চিঠি দিয়েছেন এবং টিজারের দৃশ্যগুলোকে ‘স্থূলভাবে অশালীন ও নৈতিকভাবে আপত্তিকর’ হিসেবে উল্লেখ করেছেন।
সমালোচনার জবাবে পরিচালক গীতু মোহনদাস ইনস্টাগ্রামে লিখেছেন, “মানুষ যখন নারীর ক্ষমতার ভাষা বোঝার চেষ্টা করছে, আমি তখন নিশ্চিন্তে আছি।” অন্যদিকে পরিচালক রাম গোপাল ভার্মা মোহনদাসের সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
সিনেমা ‘টক্সিক’-এ যশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, রুক্মিণী বসন্ত, কিয়ারা আদভানি, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। ছবিটি আগামী ১৯ মার্চ মুক্তি পাবে এবং সেইদিনই বক্স অফিসে মুখোমুখি লড়াই হবে ‘ধুরন্ধর পার্ট ২’-এর সঙ্গে।