Monday, January 12, 2026

ডিসেম্বরে প্রবাসী আয়ে নতুন মাইলফলক, ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক ও ডলার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিদায়ী ডিসেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, ডিসেম্বর মাসে মোট ২২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, একক দেশ হিসেবে এবারও সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৪৯ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে এসেছে ৪৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার।

রেমিট্যান্স প্রবাহে শীর্ষ দশ দেশের তালিকায় মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার দেশগুলোর উল্লেখযোগ্য অবদান রয়েছে। যুক্তরাজ্য থেকে এসেছে ৪০ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলার এবং মালয়েশিয়া থেকে পাঠানো হয়েছে ৩২ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ২৫ কোটি ৯২ লাখ ৭০ হাজার, ইতালি থেকে ১৯ কোটি ৫৩ লাখ ১০ হাজার এবং ওমান থেকে ১৮ কোটি ৪ লাখ মার্কিন ডলার দেশে এসেছে। কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকেও উল্লেখযোগ্য অঙ্কের রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকভিত্তিক হিসাব বিশ্লেষণে দেখা গেছে, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এ খাতে এসেছে ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, রেমিট্যান্সের এই ধারাবাহিক উর্ধ্বগতি গত বছরের ইতিবাচক প্রবণতারই ধারাবাহিকতা। এর আগে চলতি বছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল মার্চ মাসে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। নভেম্বর মাসেও প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

বিশ্লেষকদের মতে, সরকারি প্রণোদনা, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহ এবং ডিজিটাল লেনদেনের সহজীকরণ রেমিট্যান্স বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক রেকর্ড গড়েছিলেন, যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন