Monday, January 12, 2026

২০২৬ সাল পর্যন্ত সান্তোসেই থাকছেন নেইমার


ফাইল ছবিঃ নেইমার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের সঙ্গে শৈশবের ক্লাব সান্তোসের সম্পর্ক আরও দীর্ঘায়িত হলো। চুক্তি নবায়নের মাধ্যমে অন্তত ২০২৬ সাল পর্যন্ত সান্তোসেই থাকছেন তিনি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজের চেনা পরিবেশেই স্বপ্ন পূরণের পথ বেছে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

নতুন চুক্তির পর দেওয়া এক বার্তায় নেইমার জানান, ২০২৫ সাল তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল। ইনজুরি, মাঠের বাইরে নানা চ্যালেঞ্জ এবং চাপ সবকিছু একসঙ্গে সামলাতে হয়েছে। তবে এই সময়ে সান্তোস সমর্থকদের ভালোবাসা ও সমর্থনই তাকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছে বলে উল্লেখ করেন তিনি। নেইমারের ভাষায়, “সান্তোসই আমার আসল ঠিকানা। এখানে আমি নিরাপদ, স্বস্তিতে এবং সুখী অনুভব করি। এখান থেকেই আমি বাকি স্বপ্নগুলো পূরণ করতে চাই।”

চলতি বছরের জানুয়ারিতে ইউরোপিয়ান ফুটবল অধ্যায় শেষ করে সান্তোসে ফেরেন নেইমার। দীর্ঘ ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা যেমন ছিল বড় চ্যালেঞ্জ, তেমনি ক্লাবকে রেলিগেশনের হাত থেকে বাঁচানোও ছিল অন্যতম লক্ষ্য। মৌসুমের শেষ দিকে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখিয়ে সান্তোসকে শীর্ষ লিগে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তবে ইনজুরি পুরোপুরি পিছু ছাড়েনি এই তারকার। গত ২২ ডিসেম্বর ক্লাব কর্তৃপক্ষ জানায়, হাঁটুর পুরোনো সমস্যার কারণে নেইমারের অস্ত্রোপচার করতে হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে তার এসিএল ইনজুরি হয়। এরপর থেকে এখনো জাতীয় দলের জার্সিতে ফেরার সুযোগ হয়নি।

সব বাধা সত্ত্বেও লক্ষ্য থেকে সরে যাননি নেইমার। তার প্রধান লক্ষ্য, পুরোপুরি সুস্থ হয়ে আগামী বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে ফেরা। জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিও ইঙ্গিত দিয়েছেন, ফিট থাকলে নেইমারের জন্য জাতীয় দলের দরজা খোলা থাকবে।

২০২৫ সালের শুরু থেকে সান্তোসের জার্সিতে নেইমার এখন পর্যন্ত ৩৪ ম্যাচে অংশ নিয়ে ১১টি গোল করেছেন। নতুন মৌসুমে আগামী ১০ জানুয়ারি সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপ দিয়ে মাঠে নামবে সান্তোস। এরপর ২৮ জানুয়ারি শাপেকোয়েন্সের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি আ-তে শুরু হবে তাদের লিগ অভিযান।

শৈশবের ক্লাবেই থেকে আবারও নিজের সেরা রূপে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার এবার লক্ষ্য শুধু ক্লাব নয়, জাতীয় দলের জার্সিতেও প্রত্যাবর্তন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন