Wednesday, January 14, 2026

‘ডিলবার্ট’-এর স্রষ্টা স্কট অ্যাডামস আর নেই


ছবিঃ প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কার্টুনিস্ট, লেখক ও ‘ডিলবার্ট’–এর স্রষ্টা স্কট অ্যাডামসের মৃত্যু হয়েছে। (সংগৃহীত । বিবিসি নিউজ । লিয়া সুজুকি / দ্য সান ফ্রান্সিসকো ক্রনিকল / গেটি ইমেজেস)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বজুড়ে জনপ্রিয় কমিক স্ট্রিপ ‘ডিলবার্ট’–এর স্রষ্টা স্কট অ্যাডামস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মঙ্গলবার তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর জানানো হয়।

স্কট অ্যাডামস গত বছরের মে মাসে জানিয়েছিলেন, তিনি প্রোস্টেট ক্যানসারের একটি জটিল ও আক্রমণাত্মক ধরনে আক্রান্ত। অসুস্থতার মধ্যেও তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত অনলাইন লাইভ অনুষ্ঠান ‘কফি উইথ স্কট অ্যাডামস’ পরিচালনা করে গেছেন। ওই অনুষ্ঠানেই তাঁর সাবেক স্ত্রী শেলি মাইলস একটি লিখিত বার্তার মাধ্যমে অ্যাডামসের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নিউইয়র্কে জন্ম নেওয়া স্কট অ্যাডামস কর্মজীবনের শুরুতে ব্যাংক টেলারের কাজ করেন। পরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। টেলিফোন কোম্পানি প্যাসিফিক বেলে প্রকৌশলী হিসেবে কাজ করার সময় করপোরেট অফিসজীবনের একঘেয়েমি, অদ্ভুত নিয়মকানুন ও অদক্ষ ব্যবস্থাপনা থেকেই তিনি অনুপ্রেরণা পান ‘ডিলবার্ট’ কমিকের।

১৯৮৯ সালে আত্মপ্রকাশ করা ‘ডিলবার্ট’ নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় কমিক স্ট্রিপে পরিণত হয়। অফিসজীবনের হতাশা, অদ্ভুত বস এবং অর্থহীন মিটিং—সবকিছুই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরায় পাঠকের কাছে দ্রুত জনপ্রিয়তা পায় এই কমিক। ১৯৯৭ সালে স্কট অ্যাডামস জাতীয় কার্টুনিস্ট সোসাইটির সর্বোচ্চ সম্মান রিউবেন অ্যাওয়ার্ড লাভ করেন।

তবে ২০২৩ সালে স্কট অ্যাডামসের করা বিতর্কিত মন্তব্যের জেরে বড় ধরনের সমালোচনার মুখে পড়ে ‘ডিলবার্ট’। কৃষ্ণাঙ্গদের নিয়ে বর্ণবাদী বক্তব্য দেওয়ার পর যুক্তরাষ্ট্রের শত শত পত্রিকা কমিকটি প্রকাশ বন্ধ করে দেয়। পরে এর পরিবেশক প্রতিষ্ঠানও ‘ডিলবার্ট’ বাতিল করে দেয়। এরপর অ্যাডামস নিজ উদ্যোগে অনলাইনে সাবস্ক্রিপশনভিত্তিক সংস্করণ ‘ডিলবার্ট রিবোর্ন’ চালু করেন।

রাজনৈতিক দিক থেকেও তিনি ছিলেন আলোচিত চরিত্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রকাশ্য সমর্থক হিসেবে পরিচিত স্কট অ্যাডামস ২০১৬ সালের নির্বাচনের আগেই ট্রাম্পের বিজয় ভবিষ্যদ্বাণী করেছিলেন। ট্রাম্পের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগও ছিল এবং হোয়াইট হাউসে আমন্ত্রণ পাওয়ার ঘটনাও আলোচনায় আসে।

অসুস্থতার কারণে ২০২৫ সালের শেষ দিকে তিনি নিজ হাতে আঁকা বন্ধ করলেও গল্প ও সংলাপ লেখার কাজ চালিয়ে যান। মৃত্যুর আগে লেখা এক বার্তায় স্কট অ্যাডামস বলেন, “আমার জীবন ছিল অসাধারণ। আমি যা পেয়েছি, তা অন্যদের জন্য কাজে লাগুক—এইটাই আমার চাওয়া।”

স্কট অ্যাডামসের মৃত্যুতে কমিক শিল্পে এক যুগের অবসান ঘটল বলে মনে করছেন অনেকে। তাঁর সৃষ্টি ‘ডিলবার্ট’ অফিসজীবনের বাস্তবতা ও ব্যঙ্গের প্রতীক হয়ে দীর্ঘদিন পাঠকের মনে জায়গা করে থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন