Tuesday, October 14, 2025

ডিজনি প্লাসে আসছে টেলর সুইফটের নতুন ডকুসিরিজ ‘দ্য এন্ড অফ অ্যান এরা’,


ছবিঃ এভাবেই দেখা যায় ‘ইরাস ট্যুর’-এর মহিমা। (সংগৃহীতঃথমাস নিডারমুলার/টিএএস২৪/গেটি ইমেজেস)

স্টাফ রিপোর্টার | PNN: 

গায়িকা টেলর সুইফট যেন এক মুহূর্তের জন্যও থেমে নেই। তাঁর ব্যস্ততা, নতুন আয়োজন আর ভক্তদের জন্য চমক যেন অবিরাম। সোমবার (১৪ অক্টোবর) “গুড মর্নিং আমেরিকা” অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়েছে ডিজনি প্লাসে আসছে টেলর সুইফটের নতুন ছয় পর্বের ডকুসিরিজ “দ্য এন্ড অব অ্যান এরা”, যা তাঁর বহুল আলোচিত “দ্য ইরাস ট্যুর”-এর অন্তরালের গল্প তুলে ধরবে।

এই ট্যুরে সুইফট ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে গাওয়া কনসার্টে স্টেডিয়াম পরিপূর্ণ করেছেন। ডকুসিরিজটির প্রথম দুটি পর্ব মুক্তি পাবে ডিসেম্বরের ১২ তারিখে, যা টেলরের ৩৬তম জন্মদিনের আগের দিন। পরবর্তী চারটি পর্ব মুক্তি পাবে পরবর্তী দুই সপ্তাহে ধাপে ধাপে।

একই দিনে মুক্তি পাচ্ছে আরেকটি বিশেষ আয়োজন “Taylor Swift: The Eras Tour: The Final Show” নামে একটি কনসার্ট ফিল্ম। এটি ধারণ করা হয়েছে ২০২৪ সালের ৮ ডিসেম্বর কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে অনুষ্ঠিত তাঁর শেষ কনসার্টে। ফিল্মটিতে পুরো কনসার্টের পাশাপাশি থাকবে সুইফটের ট্যুর চলাকালীন প্রকাশিত অ্যালবাম “The Tortured Poets Department”-এর সম্পূর্ণ সেটলিস্ট।

এর আগে ২০২৩ সালে “Taylor Swift: The Eras Tour” নামে কনসার্ট ফিল্ম মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। এর বর্ধিত সংস্করণ “Taylor Swift | The Eras Tour (Taylor’s Version)” বর্তমানে ডিজনি প্লাসে স্ট্রিমিং হচ্ছে।

বিশ্বের ইতিহাসে সবচেয়ে সফল সঙ্গীত সফরগুলোর মধ্যে একটি হিসেবে “ইরাস ট্যুর” ইতিমধ্যে রেকর্ড গড়েছে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে দুই বিলিয়ন ডলারেরও বেশি।

ভক্তদের জন্য আবারও নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরছেন টেলর জন্মদিনের উৎসব যেন এবার আরও রঙিন হতে চলেছে।

তথ্যসুত্রঃ সিএনএন নিউজ

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন