Tuesday, October 14, 2025

বিচ্ছেদের দেড় বছর পর একসঙ্গে মাহিয়া মাহি ও রাকিব সরকার, নতুন করে জল্পনা বিনোদন অঙ্গনে


ছবিঃ চিত্রনায়িকা মাহিয়া মাহি। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

দেড় বছর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রকাশ্যে জানিয়েছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। সেই ঘোষণার পর থেকে দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। মাহি ব্যস্ত ছিলেন নিজের অভিনয়জীবন ও ব্যক্তিগত কর্মকাণ্ডে, আর রাকিব সরকারও ছিলেন আড়ালে। এদিকে গত কয়েক মাস ধরে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

তবে হঠাৎ করেই সোমবার (১৪ অক্টোবর) মাহি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী রাকিব সরকার ও সন্তান ফারিশকে সঙ্গে নিয়ে দুটি পারিবারিক স্থিরচিত্র পোস্ট করেন। ভালোবাসার ইমোজি দিয়ে তিনি ছবির ক্যাপশনে লেখেন, “মাশআল্লাহ।” আশ্চর্যের বিষয়, এর মাত্র এক ঘণ্টা আগে একই ছবি নিজের প্রোফাইলে পোস্ট করেন রাকিব সরকারও।

দুজনের কাছাকাছি সময় একই ছবি পোস্ট করায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা। কেউ বলছেন, তাঁরা আবার এক হচ্ছেন; কেউ বলছেন, সম্পর্ক কখনো শেষই হয়নি, কেবল দূরত্ব তৈরি হয়েছিল। মন্তব্যের ঘরে ভক্তরা লিখেছেন, “সব আগের মতো হয়ে যাক” এমন শুভকামনাও জানাচ্ছেন অনেকে।

তবে মাহি বা রাকিব দুজনের কেউই এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। ফলে তাঁদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে রহস্য আরও গভীর হচ্ছে।

এর আগে এক সাক্ষাৎকারে মাহি বলেছিলেন, “আমরা দুজনই চেষ্টা করেছি। কিন্তু যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন বন্ধুত্বটা রেখে আলাদা হয়েছি। রাকিব ফারিশের যত্ন নেয়, ও খুব কেয়ারিং বাবা।”

অন্যদিকে রাকিব সরকারও তখন বলেছিলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, তবে কিছু শর্তের কারণে তা সম্ভব হয়নি।

তবে নতুন করে সামাজিক মাধ্যমে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় অনেকেই ধারণা করছেন বিচ্ছেদের পর হয়তো সম্পর্কের বরফ গলছে। এখন দেখার বিষয়, মাহি–রাকিব নিজেরাই কী বলেন তাঁদের এই হঠাৎ এক হওয়ার ইঙ্গিত নিয়ে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন