Tuesday, October 14, 2025

ঢাকার মসজিদে ঘরোয়া আয়োজনে বিয়ে করলেন শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব


ছবিঃ বিয়ের পর বরের সঙ্গে ফারিয়া (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া শুক্রবার নিজের বিয়ের খবর জানান। ঢাকার মাদানী অ্যাভিনিউয়ে একটি মসজিদে সীমিত উপস্থিতিতে তিনি ও তানজিম তৈয়ব বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনুষ্ঠানে দুই পরিবারের নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি ছিল।

শবনম ফারিয়া বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কিছু কম নয়। ব্যক্তিগত বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।”

তিনি জানান, হঠাৎ সিদ্ধান্ত নেওয়ায় একমাত্র ননদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ে–পরবর্তী সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

শবনম ফারিয়া তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, এরপর নাটক ও সিনেমায় প্রশংসিত অভিনেত্রী হিসেবে খ্যাতি পান। তিনি ২০১৮ সালে হারুনুর রশীদ অপুর সঙ্গে প্রথম বিয়ে করেছিলেন, যা আনুষ্ঠানিকভাবে ১ বছর ৯ মাস পর বিচ্ছিন্ন হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন