- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
বলিউড সুপারস্টার শাহরুখ খানের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল ২০২১ সালের অক্টোবর, যখন তাঁর ছেলে আরিয়ান খানকে মুম্বাইয়ের সমুদ্রতটে ‘ড্রাগস-অন-ক্রুজ’ মামলায় গ্রেপ্তার করা হয়। তিন সপ্তাহ জেলখাটার পর আরিয়ান জামিনে মুক্তি পান।
সম্প্রতি জানা গেছে, সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগিকে এই মামলায় লড়াই করতে রাজি করানোর জন্য শাহরুখ শুধু ফোন করেননি, বরং রোহতগির স্ত্রীকেও আবদার করেছিলেন। এমনকি তিনি ব্যক্তিগত জেট ব্যবহারের প্রস্তাবও দেন যাতে আইনজীবী দ্রুত মুম্বাই পৌঁছাতে পারেন।
রোহতগি জানিয়েছেন, তিনি তখন যুক্তরাজ্যে ছুটিতে ছিলেন। শাহরুখ ফোনে যোগাযোগ করে বলেন, “এটা ক্লায়েন্টের মামলা নয়, আমি একজন বাবা।” এই আবেগঘন আবেদন শুনে রোহতগির স্ত্রী তাঁকে রাজি করেন।
মামলার প্রস্তুতিতে শাহরুখ সরাসরি যুক্ত ছিলেন। তিনি নিজের হাতে নোট লিখে রাখতেন এবং মামলার পয়েন্ট তৈরিতে অংশগ্রহণ করতেন। হাইকোর্টে আলোচনা ও লড়াই শেষে আরিয়ান জামিনে মুক্তি পান।
২০২১ সালের অক্টোবর, কর্ডেলিয়া ক্রুজ জাহাজে অভিযান চালায় এনসিবি, সেখানে আরিয়ানসহ কয়েকজনকে আটক করা হয়। পরে মামলায় তিনি সম্পূর্ণ খালাস পান।
বর্তমানে আরিয়ান খান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাঁর ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। তিনি মাদক বিতর্ক পেছনে ফেলে নির্মাতা হিসেবে এগিয়ে যাচ্ছেন।