Friday, December 5, 2025

ঢাকা মহানগর উত্তরের এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা


ছবিঃ আরিফুল ইসলাম আদীব ও সর্দার আমিরুল ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের জন্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা আরিফুল ইসলাম আদীব, আর সদস্যসচিব পদে মনোনীত হয়েছেন সাবেক ছাত্রদল নেতা সর্দার আমিরুল ইসলাম।

সোমবার কমিটির বিস্তারিত প্রকাশ করে এনসিপি। ৭১ সদস্যের এই কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকছেন কাজী সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে সাদিয়া ফারজা, আর সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোস্তাক আহমেদ। এছাড়া কমিটিতে ৮ জন যুগ্ম আহ্বায়ক, ৮ জন যুগ্ম সদস্যসচিব, ১১ জন সহসাংগঠনিক সম্পাদক এবং ৩৯ জন সাধারণ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

আহ্বায়ক পদে দায়িত্ব পাওয়া আরিফুল ইসলাম বর্তমানে এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, রাজনৈতিক পর্ষদ সদস্য এবং রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহানগর উত্তরের আহ্বায়ক করা হয়েছে।

সদস্যসচিব পদে মনোনীত সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং চলতি বছরের মাঝামাঝি সময়ে এনসিপিতে যোগদান করেন।

কমিটির এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন আকরাম হুসেইন, যিনি আগে ঢাকা মহানগর উত্তরের সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় বিভিন্ন ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং জুলাই গণ–অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটিরও সদস্য ছিলেন।

নতুন কমিটি ঢাকার মহানগর উত্তরের এনসিপির সংগঠন শক্তিশালী করা এবং রাজনৈতিক কার্যক্রমে নেতৃত্ব প্রদানের লক্ষ্য নিয়ে গঠন করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন