Sunday, January 11, 2026

ঢাকা বিশ্ববিদ্যালয় কলা–আইন–সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি ফল প্রকাশে বিলম্ব


প্রতীকী ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফলের কাজ এখনও চলমান, তবে নির্দিষ্ট প্রকাশের তারিখ ঘোষণা করা হয়নি। সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. তৈয়েবুর রহমান মঙ্গলবার (৬ জানুয়ারি) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “পরীক্ষার খাতা দেখার কাজ এখনও সম্পন্ন হয়নি। খাতা দেখা শেষ হওয়ার পর ফলাফল প্রস্তুত করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের মাধ্যমে প্রকাশের তারিখ জানানো হবে।”

সূত্রের খবর, ভর্তি পরীক্ষার ফলাফল এক মাসের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে। গত ১৩ ডিসেম্বর শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে অংশ নেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রতিটি আসনের জন্য প্রায় ৩৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।

ভর্তি পরীক্ষা ঢাকার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে পাশাপাশি দেশের সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে কেন্দ্রসমূহ হলো: রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, খাতা পরীক্ষা ও ফলাফল প্রস্তুতির কাজ দ্রুত শেষ হবে এবং শিক্ষার্থীরা শিগগিরই ফলাফলের বিষয়ে নিশ্চিত তথ্য পাবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন