Monday, January 19, 2026

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিল্পকলা একাডেমির প্রদর্শনী স্থগিত


প্রতীকী ছবিঃ ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পোস্টার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামে আজকের নির্ধারিত চলচ্চিত্র প্রদর্শনী স্থগিত ঘোষণা করেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। আয়োজকরা দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট পাঁচটি মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামে আজ পাঁচটি সিনেমা প্রদর্শিত হওয়ার কথা ছিল। প্রদর্শিত হওয়ার কথা থাকা সিনেমাগুলো হলো— ‘ডায়নোসরস এগ’, ‘কিষ্কিন্ধা কানদাম’, ‘ওডিসি অব জয়’, ‘ডাইং ফর ডামিস’ এবং ‘দ্য স্টোরি অব আ রক’।

উৎসবের মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু প্রথম আলোকে জানিয়েছেন, আজ শিল্পকলা একাডেমির নিজস্ব আয়োজন থাকায় প্রদর্শনী স্থগিত করা হয়েছে। তবে আগামীকাল থেকে ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামে উৎসবের প্রদর্শনী স্বাভাবিকভাবে শুরু হবে।

অন্য চারটি ভেন্যুতে – জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন, কবি সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার মিলনায়তন এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে আজকের নির্ধারিত সিনেমা প্রদর্শনী যথারীতি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৯১ দেশের ২৪৫টি চলচ্চিত্র নিয়ে গত শনিবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর শুরু হয়েছে। এই উৎসব ১৮ জানুয়ারি সমাপ্ত হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন