Friday, December 5, 2025

ঢাকা–৯ আসনে এনসিপির মনোনয়ন নিলেন তাসনিম জারা


ছবিঃ ঢাকা-৯ আসনে প্রার্থী হতে এনসিপির মনোনয়নপত্র কিনলেন তাসনিম জারা। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র নিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ঢাকা–৯ আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। এ আসনে এখনো বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। ফলে এনসিপির এই পদক্ষেপকে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী মনোনয়নপত্র বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের প্রার্থীদের জন্য এই মূল্য রাখা হয়েছে মাত্র ২ হাজার টাকা।

আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত এনসিপির মনোনয়নপত্র বিক্রি চলবে। এর পর প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও প্রাথমিক তালিকা প্রকাশ করবে দলটি।

দলীয় নেতারা জানিয়েছেন, তাসনিম জারা দীর্ঘদিন ধরে ঢাকার তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব করেন। তার প্রার্থী হওয়া এনসিপির জন্য একটি ইতিবাচক বার্তা বহন করবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন