Friday, December 5, 2025

চ্যাডউইক বোসম্যানকে স্মরণে হলিউড ওয়াক অব ফেমে তারকা উন্মোচন


ছবিঃ লস অ্যাঞ্জেলেসে বৃহস্পতিবার হলিউড ওয়াক অব ফেমে তাঁর তারকা উন্মোচনের আগে, প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোসম্যানের একটি ছবি একটি ইজেলে স্থাপন করা হয়। — (সংগৃহীত । সিএনএন । মারিও আনজুওনি/রয়টার্স)

স্টাফ রিপোর্ট: PNN 

লস অ্যাঞ্জেলেসে বৃহস্পতিবার হলিউড ওয়াক অব ফেমে প্রয়াত মার্কিন অভিনেতা চ্যাডউইক বোসম্যানের নামে তারকা উন্মোচন করা হয়। দিনটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করা হয় “চ্যাডউইক বোসম্যান দিবস” হিসেবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর সহশিল্পী, বন্ধু, পরিবারের সদস্য ও ভক্তরা।

বোসম্যানের ‘মা রেইনিজ ব্ল্যাক বটম’ সহ-অভিনেত্রী ভায়োলা ডেভিস, ‘ব্ল্যাক প্যান্থার’ পরিচালক রায়ান কুগলার এবং বোসম্যানের স্ত্রী টেইলর সিমোন লেডওয়ার্ড আবেগঘন বক্তব্য দেন।

ডেভিস বলেন, তিনি এখনো বিশ্বাস করতে পারেন না বোসম্যান আর নেই। “তার সম্পর্কে ভাবতে গিয়ে ‘মৃত্যু’ শব্দটি ব্যবহার করতে পারি না,”—বলেন তিনি। তিনি জানান, ‘মা রেইনিজ ব্ল্যাক বটম’ ছবির শুটিংয়ের সময় বোসম্যানের কথাবার্তায় যেন জীবনের গভীর অর্থ খোঁজার চেষ্টা ছিল, এমনকি তিনি যেন বুঝতে পারছিলেন নিজের সময় যে সীমিত।

ডেভিস বলেন, “আজ আমি তাকে উদ্‌যাপন করি। স্বর্গের ফেরেশতারা যেন তাকে শান্তিতে পৌঁছে দেয়। আমার কাজ ও উদ্দেশ্যের ভেতর তিনি যে আলো জ্বালিয়ে গেছেন সেটাই আজ আমাকে পথ দেখায়।”

অত্যন্ত আবেগ নিয়ে রায়ান কুগলার বলেন, বোসম্যান তাঁর কাছে নেতৃত্ব, শিক্ষা ও উদারতার প্রতীক। তিনি জানান, ২০১৫ সালের ‘ক্রিড’ ছবির প্রচারণার সময় বোসম্যান নীরবে তার হোটেল রুমে পৌঁছে তাকে ‘ব্ল্যাক প্যান্থার’ নিয়ে কথা বলার সুযোগ করে নেন। কুগলার বলেন, “আমি জিজ্ঞেস করেছিলাম তুমি এত নিরাপত্তা পেরিয়ে কীভাবে এলে? সে শুধু হেসে বলেছিল—‘ওটাই তো প্যান্থারের কাজ।’”

শেষে মঞ্চে ওঠেন বোসম্যানের স্ত্রী টেইলর সিমোন লেডওয়ার্ড। তিনি বলেন, “চ্যাড, আজ আমরা তোমার শিল্পকর্ম ও গভীর নিষ্ঠাকে সম্মান জানাই। তুমি সত্যের পথে হাঁটতে জানাতে, আর আমরা তোমাকে ভালোবাসি, মিস করি এবং কৃতজ্ঞ থাকব সারাজীবন।”তিনি তাঁর স্বামীর দুই ভাই ডেরিক ও কেভিন বোসম্যানকে নিয়ে বোসম্যানের তারকা উন্মোচন করেন।

৪৩ বছর বয়সে ২০২0 সালে কোলন ক্যান্সারে মারা যাওয়া চ্যাডউইক বোসম্যান ‘ব্ল্যাক প্যান্থার’–এর টি'চালা চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। এছাড়া তিনি থারগুড মার্শাল, জেমস ব্রাউন ও জ্যাকি রবিনসনের মতো কিংবদন্তিদের চরিত্রেও অভিনয় করে প্রশংসা অর্জন করেছিলেন।

হলিউডের সম্মানিত এই তারকাখচিত রাস্তার নতুন উজ্জ্বল নক্ষত্র—চ্যাডউইক বোসম্যান—এখন ভক্তদের স্মৃতিতে চিরস্থায়ী হলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন