- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মরক্কো তারকা আশরাফ হাকিমি ২০২৫ সালের আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছেন। ৫২ বছর পর প্রথম কোনো ডিফেন্ডার এই সম্মান অর্জন করলেন তিনি। মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত সিএএফ অ্যাওয়ার্ডসের ভোটে তিনি লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমহেনকে পেছনে ফেলেন।
এই মরসুমে হাকিমির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। মে মাসে পিএসজিকে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ফাইনালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে ট্রেবল জয়ের অংশ হয় দলটি—লিগ ওয়ান, কুপ দ্য ফ্রান্স এবং চ্যাম্পিয়নস লিগ—সব জায়গাতেই শিরোপা উঁচিয়ে ধরা পিএসজি। এছাড়া আগস্টে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপও জেতে তারা, ফলে বছরের চতুর্থ শিরোপা যোগ হয়।
হাকিমি পুরস্কার গ্রহণ করে বলেন, “এই সাফল্য শুধু আমার নয়, পুরো আফ্রিকার সেই সব তরুণ-তরুণীর, যারা ফুটবলকে স্বপ্ন হিসেবে বুকে ধরে রাখে। ছোটবেলা থেকে যারা আমাকে বিশ্বাস করেছে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।”
এ বছর ব্যালন ডি’অরেও উজ্জ্বল ছিলেন হাকিমি; ২০২৫ সালের পুরুষদের তালিকায় তিনি ষষ্ঠ স্থান অধিকার করে মরক্কোর ফুটবলে নতুন রেকর্ড গড়েন। তাঁর সতীর্থ ফরাসি ফরোয়ার্ড উসমানে দেম্বেলে জিতে নেন ব্যালন ডি’অর।
মরক্কোর ফুটবলে ছিল আরও আনন্দের খবর। পুরুষদের সেরা গোলরক্ষক পুরস্কার জেতেন ইয়াসিন বুনু এবং নারীদের সেরা ফুটবলার হন গিজলানে চেব্বাক—দুজনই সৌদি আরবভিত্তিক ক্লাবে খেলেন।
নারীদের ফুটবলে নাইজেরিয়ার চিয়ামাকা ন্নাদোজিয়ের দাপট অব্যাহত থাকে; টানা তৃতীয়বারের মতো তিনি জেতেন নারী গোলরক্ষক অব দ্য ইয়ার। সম্প্রতি তিনি ইংলিশ উইমেনস সুপার লিগের ক্লাব ব্রাইটনে যোগ দিয়েছেন।
কেপ ভার্দের ফুটবল ইতিহাসেও নতুন অধ্যায় যুক্ত হয়। মাত্র ৫ লাখ ২৫ হাজার মানুষের দেশটির কোচ বুবিস্তা সেরা কোচ নির্বাচিত হন, কারণ তাঁর হাত ধরেই কেপ ভার্দে প্রথমবারের মতো আগামী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। যদিও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট দেশ হবে না তারা—কারণ ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র কুরাসাও, যার জনসংখ্যা মাত্র ১ লাখ ৫৬ হাজার, জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।