- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প নগরীর একটি পোশাক কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত প্রায় সোয়া ৯টার দিকে এশিয়ান গ্রুপের গোডাউনে হঠাৎ আগুন দেখা দিলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কালুরঘাট ও চন্দনপুরা স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
স্থানীয়রা জানান, ঢাকার কড়াইল বস্তির আগুনের ঘটনার পর পরই কালুরঘাটে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কর্মচারী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের উৎস এখনো নিশ্চিত করা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।
কারখানা কর্তৃপক্ষ বলছে, গোডাউনে মূলত কাচামাল ও কিছু প্রস্তুত পোশাক মজুদ ছিল। আগুনে এসব উপকরণের আংশিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।