Monday, January 19, 2026

চলে গেলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ


ফাইল ছবিঃ ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির অন্যতম প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

নব্বই দশকের আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর অন্যতম প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ আর নেই। সোমবার (ভোরে) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব সুকুমার রঞ্জন ঘোষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন এই চলচ্চিত্র প্রযোজক।

সুকুমার রঞ্জন ঘোষ ছিলেন আনন্দমেলা সিনেমা লিমিটেডের কর্ণধার। তাঁর প্রযোজনায় নির্মিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমেই ঢালিউডে জনপ্রিয় জুটি হিসেবে আত্মপ্রকাশ করেন সালমান শাহ ও মৌসুমী। ছবিটি মুক্তির পর তুমুল সাড়া ফেলে এবং সে সময়ের চলচ্চিত্র অঙ্গনে নতুন এক অধ্যায় তৈরি করে।

চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি সুকুমার রঞ্জন ঘোষ রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনেও সক্রিয় ছিলেন। তিনি মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়া এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে *‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘লড়াই’, ‘অমর সঙ্গী’, ‘বিয়ের ফুল’*সহ একাধিক জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্র নির্মিত হয়। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ঢালিউডের বাণিজ্যিক ধারার বিকাশে তাঁর অবদান উল্লেখযোগ্য।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুকুমার রঞ্জন ঘোষ দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। সোমবার সকালে ঢাকার বড়দেশ্বরী কালীমন্দিরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

সুকুমার রঞ্জন ঘোষের মৃত্যুতে চলচ্চিত্র প্রযোজক–পরিবেশক সমিতিসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। চলচ্চিত্রাঙ্গনে তাঁর প্রয়াণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন