- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ভিডিও গেম জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ও জনপ্রিয় গেম সিরিজ ‘কল অব ডিউটি’র সহনির্মাতা ভিন্স জ্যাম্পেলা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর। সোমবার এক বিবৃতিতে গেম নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস (ইএ) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের উত্তরে একটি পাহাড়ি সড়কে নিজের ফেরারি গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন জ্যাম্পেলা। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল জানায়, অজ্ঞাত কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে কংক্রিটের ব্যারিয়ারে আঘাত হানে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির চালক ও একজন যাত্রী দুজনই গুরুতর আহত অবস্থায় প্রাণ হারান। দুর্ঘটনার পর আগুনে পুড়ে যাওয়া চেরি–লাল রঙের ফেরারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
ভিন্স জ্যাম্পেলা ছিলেন আধুনিক ‘ফার্স্ট পারসন শুটার’ গেম ঘরানার অন্যতম পথিকৃৎ। তাঁর নেতৃত্বে তৈরি স্টুডিওগুলো বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বহু গেম উপহার দিয়েছে। ‘কল অব ডিউটি’ ছাড়াও তিনি ‘ব্যাটলফিল্ড’, ‘টাইটানফল’, ‘এপেক্স লেজেন্ডস’ ও ‘স্টার ওয়ার্স জেডাই’ সিরিজের মতো জনপ্রিয় গেম নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৯০-এর দশকে গেম ডিজাইনার হিসেবে কর্মজীবন শুরু করেন জ্যাম্পেলা। ২০০২ সালে তিনি ইনফিনিটি ওয়ার্ড প্রতিষ্ঠা করেন এবং পরের বছর ‘কল অব ডিউটি’ বাজারে আনার মাধ্যমে বৈপ্লবিক সাফল্য অর্জন করেন। পরবর্তীতে অ্যাকটিভিশনের সঙ্গে মতবিরোধের পর তিনি প্রতিষ্ঠানটি ছাড়েন এবং ২০১০ সালে রেসপন এন্টারটেইনমেন্ট গড়ে তোলেন, যা পরে ইলেকট্রনিক আর্টসের অধীনে যায়।
ইলেকট্রনিক আর্টস এক শোকবার্তায় বলেছে, “ভিন্সের মৃত্যু ভিডিও গেম শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার, সহকর্মী এবং বিশ্বজুড়ে কোটি গেমারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।” প্রতিষ্ঠানটি আরও জানায়, আধুনিক ইন্টারঅ্যাকটিভ বিনোদনের বিকাশে জ্যাম্পেলার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
গেমিং বিশ্লেষকদের মতে, ভিন্স জ্যাম্পেলার সৃষ্ট গেমগুলো কেবল বাণিজ্যিক সাফল্যই পায়নি, বরং গল্প বলার ধরন ও গেমপ্লের মাধ্যমে একটি প্রজন্মের গেমারদের ওপর গভীর প্রভাব ফেলেছে।