- ১৩ অক্টোবর, ২০২৫
জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ এর শুটিং শেষ করে বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন ছোট পর্দার অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভব করতে শুরু করেন তিনি, মুখ বেঁকে যাওয়া সহ অন্যান্য উপসর্গ দেখা দেয়। পরে পরীক্ষা করলে জানা যায়, অভিনেত্রী ব্রেন স্ট্রোক-এর শিকার হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (৩ সেপ্টেম্বর) ঘটেছে এই ঘটনা। অভিনেত্রীর স্বামী ইন্দ্রনীল মল্লিক জানিয়েছেন, সায়ন্তনী পূর্বে কোনো শারীরিক অসুস্থতায় ভুগছিলেন না। পুরো পরিবারও এই হঠাৎ ঘটনার কারণে হতবাক।
ইন্দ্রনীল জানান, অভিনেত্রী বর্তমানে হাসপাতালে থেকে ছাড়া পেয়েছেন এবং কমপক্ষে ১৫ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ভাগ্যক্রমে, ছুটিতে থাকায় শুটিংয়ের চাপের মধ্যে এমন ঘটনা ঘটেনি, যা বড় বিপদ এড়াতে সাহায্য করেছে।
এছাড়া, ইনস্টাগ্রামে হাসপাতালের একটি ছবি শেয়ার করেছেন সায়ন্তনী, যেখানে তিনি স্বামীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। সেই পোস্টে লিখেছেন, “তোমাকে ছাড়া আমার বাঁচা সম্ভব হত না। ঈশ্বরকে ধন্যবাদ।”
বর্তমানে সায়ন্তনী মল্লিক বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন এবং কিছুদিন শারীরিকভাবে শান্ত থাকতে হবে।