- ১৩ অক্টোবর, ২০২৫
PNN বেনাপোল প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী বেনাপোল ডিগ্রি কলেজ ছাত্রদল নেত্রী মরিয়ম খাতুন আর নেই।
একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে বেনাপোল পৌর ছাত্রদল গভীরভাবে শোকাহত ও শোকসন্তপ্ত। নেত্রী মরিয়মের সংগ্রামী ভূমিকা ও সাহসিকতা ছাত্র রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।