Tuesday, October 14, 2025

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার দুই ছাত্রী রহস্যজনকভাবে মৃত


ছবিঃ দুই ছাত্রীর মরদেহ উদ্দার (সংগৃহীত)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শুক্রবার (১৫ আগস্ট) রাতে রাধানগর ইউনিয়নের ডোবার মোড়ের শেফালী হাফিজিয়া মহিলা মাদ্রাসার দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে।

নিহতরা হলেন বেগপুর গ্রামের সৈয়বুর রহমানের কন্যা জামিলা খাতুন (১০) এবং লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের কন্যা তানিয়া আক্তার নিশি (১২)। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে মাদ্রাসার ১৩ জন শিক্ষার্থী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে জামিলা ও তানিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বমি ও পেট ব্যথার অভিযোগ করেন।

দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মেডিকেল অফিসার আব্দুল আলিম জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে দুই ছাত্রীকে হাসপাতালে আনা হয়। জামিলা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান এবং তানিয়া হাসপাতালে পৌঁছে মারা যান। তানিয়ার পায়ে ক্ষত এবং জামিলার গায়ে হলুদাভ চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সাপ বা অন্য কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তে প্রকৃত কারণ জানা যাবে।

মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, রাতের সময়ে মাদ্রাসার ১৩ জন ছাত্রী একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম জানান, মধ্যরাতের সময় মাদ্রাসায় থাকা অবস্থায় দুজনের বমি শুরু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন