Tuesday, October 14, 2025

ব্যক্তিগত আক্রমণ নয়, নিম্ন মানসিকতার সমালোচনা: রুমিন ফারহানা


ফাইল ছবিঃ রুমিন ফারহানা ও হাসনাত আব্দুল্লাহ (সংগৃহীত)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে ‘ফকিন্নির বাচ্চা’ মন্তব্যের প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সাবেক সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই মন্তব্য নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ার পর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বিষয়টি স্পষ্ট করেন। রুমিন ফারহানা বলেন, ‘ফকিন্নির বাচ্চা’ শব্দগুচ্ছ কোনো ব্যক্তির আর্থিক অবস্থা নির্দেশ করে না। বরং এটি একটি মানসিকতা বা চিন্তাধারার প্রতিফলন। তার ভাষায়, এটি সেই ধরনের মানসিকতা যা চিন্তাভাবনায় নিম্নমুখী এবং নৈতিকভাবে দুর্বল।

রুমিন অভিযোগ করেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর এবং হাসনাত আব্দুল্লাহর মতো রাজনৈতিক নেতারা যে ভাষা ব্যবহার করছেন, তা গ্রহণযোগ্য নয় এবং সাধারণ মানুষের কাছে অশোভন মনে হয়। তিনি বলেন, তাদের ব্যবহৃত শব্দ ও স্লোগানগুলো প্রায়ই বস্তির কথ্যভাষার মতো, যা রাজনৈতিক পরিমণ্ডলে মানসম্মত নয়।

তিনি আরও জানান, যখন তিনি ‘ফকিন্নির বাচ্চা’ শব্দটি ব্যবহার করেছিলেন, তখন পোস্টে প্রকাশিত ছবি ও স্ক্রিনশটগুলো দেখলেই বোঝা যাবে, ঠিক কাকে তিনি ইঙ্গিত করেছিলেন।

এর আগে রোববার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’ হিসেবে উল্লেখ করে মন্তব্য করেন। এই বক্তব্যের জবাবে সোমবার রুমিন ফারহানা তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান এবং হাসনাতের ছাত্রলীগ-সংক্রান্ত কিছু ছবি ও স্ক্রিনশট শেয়ার করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন