- ১৪ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনের দক্ষিণ পাশ থেকে পলিথিনে মোড়ানো একটি শপিং ব্যাগের ভেতর নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, রাতে রেললাইনের পাশে একটি লাল শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে প্রথমে তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তবে কিছু কুকুর ব্যাগটির কাছে চিৎকার করলে স্থানীয়রা কৌতূহলবশত ব্যাগটি খোলার চেষ্টা করেন। তখনই তারা দেখতে পান, শপিং ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আখাউড়া রেলওয়ে পুলিশকে অবহিত করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ সময় আশপাশের শতাধিক মানুষ ভিড় জমায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম শফিকুল ইসলাম বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতক জন্মের পরপরই কোনোভাবে ফেলে দেওয়া হয়েছে। লাশটি থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।"