- ১৩ অক্টোবর, ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ (১৭) অব্যাহতি পেয়েছে। সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারায় দেওয়া অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে তাকে এই অব্যাহতি দেন আদালত। এই ধারায় দেশে এই প্রথম কাউকে তদন্তাধীন মামলায় অব্যাহতি দেওয়া হলো।
রোববার (২০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাঈন উদ্দিন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গত ১৫ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। এর আগে ১৩ জুলাই মামলার তদন্ত সংস্থা ডিএমপির গোয়েন্দা (ওয়ারী) বিভাগ ফাইয়াজের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি না পাওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করে অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করে।
২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর রায়েরবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ হয়। এই ঘটনায় একজন আন্দোলনকারী নিহত হন এবং পুলিশ সদস্য গিয়াস উদ্দিনকে পিটিয়ে হত্যা করে তার মরদেহ ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। তার মোটরসাইকেলটিও চুরি হয়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৬ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে ফাইয়াজকে মাতুয়াইলের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
তাকে আদালতে হাজির করার সময় হাতে দড়ি বাঁধা অবস্থায় ছবি প্রকাশ্যে এলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। মানবাধিকারকর্মীরা একজন অপ্রাপ্তবয়স্ককে রিমান্ডে নেওয়া এবং এভাবে আদালতে হাজির করাকে আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন। পরে সমালোচনার মুখে আদালত তাকে জামিন দেন।
মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোল্লা মো. খালিদ হোসেন তার প্রতিবেদনে উল্লেখ করেন, তদন্তে ফাইয়াজের বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। যেহেতু মামলার পূর্ণাঙ্গ তদন্ত শেষ হতে আরও সময় লাগবে, তাই নতুন আইনের সুবিধা নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন অব্যাহতি দেওয়া হয়েছে।
এই রায়ের মাধ্যমে নতুন সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারার প্রয়োগে দেশে প্রথম কোনো ব্যক্তি তদন্তাধীন মামলায় অব্যাহতি পেলেন। আইন বিশ্লেষকরা মনে করছেন, এই ধারা আইনের অপব্যবহার রোধে এবং নিরপরাধ ব্যক্তিকে অহেতুক হয়রানি থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানবাধিকারকর্মীরা ফাইয়াজের অব্যাহতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি বিচারের স্বচ্ছতা ও মানবাধিকার রক্ষার পথে একটি ইতিবাচক অগ্রগতি। তবে একই সঙ্গে তারা অনুরোধ জানিয়েছেন, যেন ভবিষ্যতে কোনো অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার, রিমান্ড বা আদালতে তোলা হয় কঠোরভাবে শিশু আইনের নির্দেশনা অনুসরণ করে।