Sunday, January 11, 2026

বন্ধু–শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে বিবাহোত্তর সংবর্ধনা সারলেন আহমেদ হাসান ও নুসরাত মাটি


ছবিঃ বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আহমেদ হাসান ও নুসরাত মাটি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

গত বছরের মে মাসে ঘনিষ্ঠ পারিবারিক আয়োজনে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও নির্মাতা নুসরাত মাটি এবং সংগীতশিল্পী–নির্মাতা আহমেদ হাসান। তখন থেকেই তাঁদের ইচ্ছা ছিল সুবিধাজনক সময়ে বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে একটি আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করার। সেই ভাবনাই বাস্তবায়ন হলো গতকাল শুক্রবার রাতে।

রাজধানীতে আয়োজিত বিবাহোত্তর সংবর্ধনায় পরিবারের বাইরের পরিচিতজন, বন্ধু ও বিনোদন অঙ্গনের সহকর্মীরা উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি ছিল ঘরোয়া ও আন্তরিক পরিবেশে সাজানো।

এই আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, “দুজনকেই অভিনন্দন। যাদের আমি সত্যিই সম্মান করি, তাদের একসঙ্গে দেখে খুব ভালো লাগছে। জীবনের নতুন পথে আপনাদের জন্য রইল ভালোবাসা ও শুভকামনা।” এ ছাড়া অনুষ্ঠানে ইমতিয়াজ বর্ষণ, জাহিদ নিরবসহ আরও অনেকে অংশ নেন।

সংবর্ধনার মাঝেই ব্যস্ত সময় পার করছেন আহমেদ হাসান। আগামী ১৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তাঁর পরিচালিত নতুন সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। মুক্তির আগে ছবির প্রচারণা, টিজার, ট্রেলার ও গান প্রকাশ নিয়ে ব্যস্ত থাকলেও বিয়ের আনুষ্ঠানিকতা আগেই শেষ করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তিনি।

দাম্পত্য জীবনের শুরু নিয়ে কথা বলতে গিয়ে আহমেদ হাসান বলেন, প্রায় তিন বছর ধরে তাঁদের বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্বই ধীরে ধীরে ভালোবাসা ও দাম্পত্য সম্পর্কে রূপ নেয়। তাঁর ভাষায়, “গান, সাহিত্য, সিনেমা—সবকিছুতেই আমাদের রুচির মিল পেয়েছি। নুসরাত খুব মেধাবী, জানাশোনা অনেক—এটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।”

নুসরাত মাটি ইউরোপে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি গল্প ও চিত্রনাট্য লেখার পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করছেন।

বন্ধুদের উপস্থিতি, শুভেচ্ছা আর নতুন জীবনের আনন্দ—সব মিলিয়ে সংবর্ধনার রাতটি হয়ে উঠেছে আহমেদ হাসান ও নুসরাত মাটির জন্য স্মরণীয় এক আয়োজন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন