- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভি সূত্রে জানা গেছে, ৮৯ বছর বয়সী এই অভিনেতা গত চার-পাঁচ দিন ধরে হাসপাতালে রয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলেও এখনও ভর্তি অবস্থায় আছেন তিনি। ডিসেম্বরের ৮ তারিখ তিনি ৯০ বছরে পা দেবেন।
গত এপ্রিলে ধর্মেন্দ্রর ডান চোখের গ্রাফটিং (কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন) অস্ত্রোপচার হয়েছিল। তখন ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে অভিনেতাকে হাসপাতাল থেকে বের হতে দেখা যায়, ডান চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায়। গাড়ির দিকে হাঁটার সময় তিনি পাপারাজ্জিদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। উদ্বিগ্ন সাংবাদিকদের উদ্দেশে ধর্মেন্দ্র তখন বলেছেন, “আমি শক্তিশালী। এখনো ধর্মেন্দ্রর মধ্যে অনেক দম আছে। আমার চোখের অস্ত্রোপচার হয়েছে। আমি শক্ত আছি।”
চিরন্তন স্টাইলে ধর্মেন্দ্র আরও যোগ করেন, “লাভ ইউ, মাই অডিয়েন্স অ্যান্ড মাই ফ্যানস।”
সাম্প্রতিক সময়ে ধর্মেন্দ্রকে শহিদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে দেখা গিয়েছিল। এছাড়া তাকে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার মুখ্য ভূমিকায় অভিনীত ‘ইক্কিস’ ছবিতে। ছবিটির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং চলতি বছরের ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পাবে।