Friday, December 5, 2025

ইন্দোনেশিয়ার ভৌতিক সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ এবার বাংলাদেশের পর্দায়


ছবিঃ ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’–এর পোস্টার থেকে। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ইন্দোনেশিয়ার নির্মাণকলা ও ভৌতিক গল্পের সমন্বয়ে তৈরি সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ বাংলাদেশে মুক্তি পেয়েছে। ইন্দোনেশিয়ায় গত জুলাইয়ে মুক্তির পরই দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়ানো এই সিনেমাটি আন্তর্জাতিকভাবে ২৫ সেপ্টেম্বর মুক্তি পায়। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি গতকাল থেকে প্রদর্শিত হচ্ছে, জানানো হয়েছে মাল্টিপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

ইন্দোনেশিয়ান নির্মাতা হাদ্রা দায়েং রাতু পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ইউনিতা সিরেগার, দিন্দা কান্যদেবী প্রমুখ। সিনেমার গল্প ঘিরে রয়েছে ধর্মীয় বিশ্বাস, মানব-পাপ এবং প্রতিশোধ। ছবির কেন্দ্রীয় চরিত্র ইউলি, এক তরুণী, যে তার শৈশব থেকেই বেদনা ও কষ্টের মধ্যে বড় হয়েছে। তার মা রহস্যজনকভাবে মারা যান, বাবা তাকে ছেড়ে চলে যায়, এবং সে ধনী পরিবারের বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ শুরু করে।

ইউলির কাজ শুরু করার পর থেকেই বাড়িতে ঘটে অদ্ভুত ঘটনা—মাঝরাতে ছায়ামূর্তি দেখা, অজানা অসুস্থতা, অদ্ভুত শব্দ এবং পরিবার সদস্যদের অস্বাভাবিক আচরণ। ধীরে ধীরে বোঝা যায়, বাড়িটির অতীতে কালো জাদুর ছায়া আছে। ইউলি তার মায়ের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য জাদু ব্যবহার করতে শুরু করে। প্রতিশোধের প্রভাবে পরিবারের সদস্যরা একে একে ভয়ংকর মৃত্যুর সম্মুখীন হন।

সিনেমার ভিজ্যুয়াল ও ভৌতিক পরিবেশ নির্মাণ অত্যন্ত চমকপ্রদ। বাড়ির দেয়ালে রক্তের দাগ, আয়নায় মুখবিহীন প্রতিচ্ছবি এবং রাতের অদ্ভুত কান্নার শব্দ দর্শককে এক ভয়ানক অভিজ্ঞতায় টেনে নেয়। এই সিনেমার জন্য কানাডার ফ্যান্টাসিয়া ফেস্টিভালে পরিচালক হাদ্রা দায়েং রাতুকে সেরা পরিচালকের পুরস্কার দেওয়া হয়েছে।

‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ ভৌতিক ও আধ্যাত্মিক গল্পপ্রেমীদের জন্য বাংলাদেশে দেখার মতো একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন