- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বলিউডের বক্স অফিসে নতুন মাইলফলক গড়ল রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির দ্বিতীয় রোববারেই আয়–সংগ্রহে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের আলোচিত ব্লকবাস্টার ‘পুষ্পা টু’-এর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘পুষ্পা টু’ মুক্তির দ্বিতীয় রোববারে আয় করেছিল প্রায় ৫৪ কোটি রুপি। সেখানে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ একই দিনে বক্স অফিসে তুলেছে আনুমানিক ৫৮ কোটি রুপি, যা নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ‘পুষ্পা টু’ মুক্তির পর সালমান খান ও আমির খানের মতো তারকাদের সিনেমা প্রেক্ষাগৃহে এলেও এমন ধারাবাহিক সাফল্য দেখাতে পারেনি। সে জায়গায় রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ দর্শক টানতে এবং আয় ধরে রাখতে বেশ সফল হয়েছে।
মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৫১ কোটি ৬১ লাখ রুপি। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর. মাধবন অভিনীত এই অ্যাকশন-থ্রিলারটি দ্বিতীয় সপ্তাহান্তেই আয় করেছে আনুমানিক ১১১ কোটি রুপি।
বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, সামনে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় বড়দিন ও নববর্ষের ছুটির পুরো সুবিধা পাবে ‘ধুরন্ধর’। সে কারণে খুব দ্রুতই ছবিটি ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে মনে করছেন তারা।
সব মিলিয়ে বছরের শেষ দিকে এসে বলিউডে বক্স অফিসের রাজত্ব এখন রণবীর সিংয়ের হাতেই—এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।