Monday, January 19, 2026

ডব্লিউডব্লিউই রিংয়ে শেষ পরাজয়, ইতিহাসের পাতায় কিংবদন্তি জন সিনা


ছবি: জন সিনা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ডব্লিউডব্লিউই রেসলিংয়ের এক আবেগঘন অধ্যায়ের পর্দা নামল। পে-পর-ভিউ ইভেন্টে গুন্থারের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেই রিং থেকে বিদায় নিলেন কিংবদন্তি তারকা জন সিনা। টানটান উত্তেজনায় ভরা এই ম্যাচে শেষ পর্যন্ত পরাজিত হলেও, দর্শকদের দাঁড়িয়ে দেওয়া দীর্ঘ করতালিতে সম্মানিত হন তিনি।

রেসলিং ইতিহাসের অন্যতম সফল রেসলার জন সিনা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন। সর্বোচ্চবার ডব্লিউডব্লিউই হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও তাঁর দখলে। চলতি বছর কোডি রোডসকে হারিয়ে ১৭তম বারের মতো এই শিরোপা জিতে নতুন রেকর্ড গড়েন তিনি। ইন্টারকন্টিনেন্টাল, ইউএস ও ওয়ার্ল্ড হেভিওয়েটসহ ডব্লিউডব্লিউই–এর প্রায় সব বড় শিরোপাই একসময় নিজের করে নিয়েছেন সিনা। পাশাপাশি দুইবার রয়্যাল রাম্বল জয়ের গৌরবও রয়েছে তাঁর ঝুলিতে।

বিদায়ী ম্যাচে সিনার প্রতি সম্মান জানাতে রিংয়ে উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক একাধিক জনপ্রিয় রেসলার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও সহকর্মীরা ভিডিও বার্তার মাধ্যমে শ্রদ্ধা জানান এই তারকাকে।

রেসলিংয়ের বাইরেও সিনার অবসর বিশেষভাবে উদ্‌যাপিত হয়েছে। তাঁর বিদায় উপলক্ষে গুগল প্রকাশ করেছে বিশেষ ডুডল। ‘জন সিনা’ লিখে সার্চ করলে একটি অ্যানিমেশন ভেসে ওঠে, যেখানে ক্লিক করলেই পুরো পেজটি ধীরে ধীরে মিলিয়ে যায়—প্রতীকীভাবে রিং থেকে জন সিনার বিদায়ের ইঙ্গিত বহন করে।

হার দিয়ে হলেও সম্মান আর ভালোবাসায় ভরা এক বিদায়ের মাধ্যমে জন সিনা রেখে গেলেন রেসলিং ইতিহাসে এক অনন্য অধ্যায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন