- ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকা, ২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার):
আসন্ন বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে— সম্প্রতি এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। তবে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, সরকারের পক্ষ থেকে তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে। সেনাবাহিনী বিশ্বাস করে, এই নির্বাচনগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা ও শান্তিপূর্ণ পরিবেশ কামনা করেছে এবং আসন্ন ছাত্র সংসদ নির্বাচনের সফলতা প্রত্যাশা করেছে।