- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে দেশের ৪৮টি ক্লাব ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা বিসিবি নির্বাচনে সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ হিসেবে আখ্যায়িত করেছে।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান জানান, “আমাদের অস্তিত্বকে উপেক্ষা করা হয়েছে। তাই আমরা আসন্ন সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।”
বিদ্রোহী ক্লাবগুলো পূর্বে বিসিবি নির্বাচন স্থগিত ও সংশোধিত ব্যবস্থাপনার জন্য তিনটি দাবি জানিয়েছিল। দাবি ছিল—
১. বিসিবির বর্তমান নির্বাহী পর্ষদের মেয়াদ বৃদ্ধি করে নির্বাচন পুনঃতফসিল ঘোষণা,
২. অ্যাডহক কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর,
৩. পরবর্তীতে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট আয়োজন।
তাদের দাবির বাইরে গিয়ে ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হন। মাসুদুজ্জামান বলেন, “আমরা বহু বিতর্কিত নির্বাচন দেখেছি, কিন্তু এবারের ভোটের মতো প্রকাশ্য প্রহসন আগে কখনও দেখিনি। আমাদের কথা শোনা হয়নি। তাই ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান এবং ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। তারা সবাই এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এবং বুলবুলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।