- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। এক সময় বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র এবার শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে।
শুক্রবার সকালে এ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পার্নো মিত্রকে তৃণমূল ভবনের উদ্দেশে রওনা দিতে দেখা যায়। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরেই তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেবেন। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তৃণমূল ভবনে তার যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তৃণমূল কংগ্রেস–ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই পার্নোর এই রাজনৈতিক সিদ্ধান্ত। যদিও দলবদলের কারণ জানতে চেয়ে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী নিজে।
পার্নো মিত্র ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন। সে সময় বিজেপির হয়ে পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ আরও কয়েকজন তারকাও নির্বাচনে অংশ নিয়েছিলেন।
রাজনীতির পাশাপাশি অভিনয় জগতেও পার্নো মিত্র পরিচিত মুখ। ২০০৭ সালে টেলিভিশন ধারাবাহিক দিয়ে তার অভিনয় যাত্রা শুরু হয়। পরবর্তীতে চলচ্চিত্রে তার অভিষেক হয় অঞ্জন দত্ত পরিচালিত ছবির মাধ্যমে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘অপুর পাঁচালি’ ও ‘আলিনগরের গোলকধাঁধা’।
বিধানসভা নির্বাচনের আগে পার্নো মিত্রের এই দলবদল পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।