- ১৩ অক্টোবর, ২০২৫
বৈঠকে “এক চীন নীতির” প্রতি বিএনপির অঙ্গীকারকে স্বাগত জানান লি জিয়ানছাও। তিনি বলেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈঠকে বিএনপি পক্ষ থেকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-কে বৈশ্বিক উন্নয়ন ও জনকল্যাণের এক যুগান্তকারী ও অবিশ্বাস্য পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয় এবং প্রেসিডেন্ট শিকে অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানমূলক প্রকল্পে চীনের আরও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করা হয়।
পরে বিএনপি প্রতিনিধি দল সিপিসি আন্তর্জাতিক বিভাগের ভাইস-মিনিস্টার মিজ সুন হাইয়ান আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেয়। চীন সফররত বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন—
মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য
গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য
সেলিমা রহমান, স্থায়ী কমিটির সদস্য
জহির উদ্দিন স্বপন, চেয়ারপারসনের উপদেষ্টা
ঈসমাইল জবিউল্লাহ
সুকোমল বড়ুয়া
অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক
এবিএম আব্দুস সাত্তার, চেয়ারপারসনের একান্ত সচিব
এই সফরকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন ও দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে চীন-বিএনপি ঘনিষ্ঠতা নতুন মাত্রা যোগ করতে পারে বলে অনেকে মনে করছেন।