Tuesday, October 14, 2025

বগুড়ায় চুরির মামলার আসামি ধরতে গিয়ে তিন গোয়েন্দা পুলিশ আহত


প্রতীকী ছবিঃ পুলিশ (সংগৃহীত)

বগুড়ায় চুরির মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে সশস্ত্র হামলার শিকার হয়েছেন গোয়েন্দা পুলিশের তিন সদস্য। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে শহরের হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, শাজাহানপুর থানার একটি চুরির মামলার তদন্তে চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় রনি (৩০) নামে এক আসামিকে ধরতে অভিযান চালায় পুলিশ। অভিযান দলটির নেতৃত্বে ছিলেন এসআই স্বপন মিয়া, সাথে ছিলেন এসআই ফজলুল হক, এএসআই হাসান আলী, এএসআই গোলাম কিবরিয়া এবং কয়েকজন কনস্টেবল।

রনিকে আটক করার পর তিনি উচ্চস্বরে চিৎকার শুরু করেন। এরপর পলাতক আসামি শাপলা খাতুন ও তার স্বামী আশিকের নেতৃত্বে ৭০-৮০ জন লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে এএসআই হাসান আলী, কনস্টেবল মোদাসের হোসেন ও কনস্টেবল সজীব হোসেন আহত হন।

পুলিশের ভাষ্যমতে, শাপলা খাতুন বটি দিয়ে এএসআই হাসানকে কোপানোর চেষ্টা করেন। পরে কনস্টেবল মোদাসেরকে আঘাত করতে গেলে তিনি বাঁ হাত দিয়ে ঠেকিয়ে গুরুতর আহত হন, তার কনুইয়ের নিচে কেটে যায়। কনস্টেবল সজীবকে লোহার রড দিয়ে আঘাত করলে তার পিঠে জখম হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় অভিযুক্ত রনি, শামীম (৬০), ইস্রাফিল হোসেন (৪০), কবির হোসেন (২৪), বেহুলা (৩৫) ও রুবি বেগমকে আটক করা হয়েছে।

ওসি ইকবাল বাহার বলেন, “আমাদের সদস্যদের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।”


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন