Friday, January 23, 2026

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তানও


ফাইল ছবিঃ বাংলাদেশ ও পাকিস্তান টিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। বাংলাদেশ যদি এই টুর্নামেন্টে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তবে সংহতির অংশ হিসেবে পাকিস্তানও বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করতে পারে—এমন সম্ভাবনার কথা উঠে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে।

কূটনৈতিক ও নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের নির্ধারিত ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা গ্রহণ করেনি। আইসিসির অবস্থান, নির্দিষ্ট ও প্রমাণযোগ্য নিরাপত্তা ঝুঁকি ছাড়া সূচি পরিবর্তনের সুযোগ নেই।

পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশ যদি ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ বর্জন করে, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও একই পথে হাঁটার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এতে করে বৈশ্বিক এই আসর বড় ধরনের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ক্রিকেট অঙ্গনেও পড়েছে। বিশেষ করে আইপিএলে দল থাকা সত্ত্বেও জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনায় অসন্তোষ তৈরি হয় ঢাকায়। এর পরপরই বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে এবং বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবি তোলে।

এই প্রেক্ষাপটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আইসিসির কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চেয়েছেন। জানা গেছে, আজই বাংলাদেশ সরকার খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসে সফরসংক্রান্ত আশঙ্কা দূর করার চেষ্টা করবে। বিসিবির ভেতরের সূত্রগুলো বলছে, দলের বেশিরভাগ অভিজ্ঞ ক্রিকেটার বিশ্বকাপে অংশ নেওয়ার পক্ষেই মত দিয়েছেন।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, রাজনৈতিক বা কূটনৈতিক কারণে সূচি পরিবর্তন করলে ভবিষ্যতে আইসিসি ইভেন্টগুলোর নিরপেক্ষতা ও শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হতে পারে। সে কারণে তারা বর্তমান সূচির পক্ষেই অনড় রয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে রয়েছে। কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা মুম্বাইয়ে, যেখানে প্রতিপক্ষ নেপাল।

অন্যদিকে, পাকিস্তানের সম্ভাব্য বর্জনের হুমকি আইসিসির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের দাবিকে পুরোপুরি উপেক্ষা করা হলে তারাও টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে।

বিশ্লেষকদের মতে, ভারত ও শ্রীলঙ্কার আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তানের মতো দুটি বড় দল না খেললে তা প্রতিযোগিতার বাণিজ্যিক মূল্য, দর্শক আকর্ষণ ও বৈশ্বিক গ্রহণযোগ্যতায় বড় ধরনের প্রভাব ফেলবে। ফলে আজ ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সরকার ও খেলোয়াড়দের উচ্চপর্যায়ের বৈঠকের দিকেই এখন তাকিয়ে ক্রিকেটবিশ্ব।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন