Friday, December 5, 2025

বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ


ছবিঃ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আজ মঙ্গলবার বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) দলটি আত্মপ্রকাশ অনুষ্ঠান করে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দলের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দলটির চেয়ারম্যান মো. জাকির হোসেন, মহাসচিব মো. আমিনুল ইসলাম এবং ট্রেজারার আব্দুল কাদের ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বিইউপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রায় ৬০ থেকে ৭০ জন অতিথি অংশ নেন, যার মধ্যে গণমাধ্যমের অন্তত ২৫ সদস্য উপস্থিত ছিলেন।

দলের চেয়ারম্যান মো. জাকির হোসেন তাঁর বক্তব্যে জানান, তাদের দলের লক্ষ্য হলো বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ প্রদান, জনগণের অধিকার সংরক্ষণ, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত এবং আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, তার দলের কমিটি বর্তমানে দেশের অন্তত ২০টি জেলা ও শতাধিক উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছে। “এ অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে প্রায় ৭০-৮০ জন ছিলেন, বাকিরা তাদের নিজ এলাকাতেই রয়েছেন,” জানান তিনি। তিনি বলেন, “সব নেতাকে ঢাকা নিয়ে আসার প্রয়োজনীয়তা মনে করি না, এতে শুধু যানজট বাড়ে।”

এসময় বিইউপির নেতারা জানান, দলের রাজনৈতিক কার্যালয় রাজধানীর শেওড়াপাড়ায় অবস্থিত। তবে, তারা এখনো দলের গঠনতন্ত্র তৈরি করেননি। এছাড়া, তারা নির্বাচন কমিশনের কাছে ‘রকেট’ প্রতীক চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে। যদিও দলটি এখনো নিবন্ধিত হয়নি, তবুও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিইউপির নেতা-কর্মীরা অংশ নেবেন বলে জানান দলটির চেয়ারম্যান।

এটি ছিল ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর দেশের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের একটি ধারাবাহিকতায় অন্যতম। বিইউপি এমন সময় আত্মপ্রকাশ করলো, যখন দেশে আরও অনেক নতুন দল প্রতিষ্ঠিত হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন