Tuesday, October 14, 2025

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৮৬ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ


প্রতীকী ছবি(সংগৃহীত । যুগান্তর)

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৪ জুলাইয়ের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসেন আজ বুধবার এই নির্দেশ দেন।

এটি ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিআইডির প্রতি ৮৬তম নির্দেশনা। চুরি হওয়া অর্থের মধ্যে অন্তত ৮১ মিলিয়ন ডলার ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়, যেখান থেকে তা ফিলিপাইনের ক্যাসিনোতে চলে যায়।

এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (হিসাব ও বাজেট) জোবায়ের বিন হুদা ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা দায়ের করেন। এখন পর্যন্ত ফিলিপাইনের আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কায় পাঠানো ২০ মিলিয়ন ডলার উদ্ধার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

২০২২ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ৬৬ মিলিয়ন ডলার ফেরত চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা দায়ের করে। ২০২৩ সালের ২ মার্চ নিউইয়র্কের সুপ্রিম কোর্ট ৮১ মিলিয়ন ডলারের সাইবার হ্যাকিং মামলা চলমান রাখার অনুমতি দিলেও আরসিবিসির বিরুদ্ধে আনা কয়েকটি অভিযোগ খারিজ করে দেয়। এই মামলাটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার চুরির ঘটনা হিসেবে পরিচিত।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন