Friday, December 5, 2025

‘আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন’ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি


ছবিঃ রাজধানীর শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন। তিনি দাবি করেন, এখন সেই দল অনলাইনে “লকডাউন” ডেকে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে ‘গণহত্যার বিচার বানচালের ষড়যন্ত্র ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে’ ইনকিলাব মঞ্চের ব্যানারে একটি মিছিল বের হয়, যা শাহবাগ থেকে শুরু হয়ে গুলিস্তানের দিকে অগ্রসর হয়।

শরিফ ওসমান হাদি বলেন, “আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের মাটির সম্পর্ক বহু আগেই ছিন্ন হয়েছে। শেখ হাসিনা দিল্লিতে, তাঁর সন্তানরা বিদেশে—আর এখানকার মানুষকে সামান্য অর্থ দিয়ে মাঠে নামানো হচ্ছে। জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে তারা বিদেশে নয়, দেশে থেকেই গণপ্রতিরোধের মুখোমুখি হতো।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ রাজনীতির নামে সব সময় অরাজকতা ও আগুন-সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। এক সময় আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারা হয়েছে। গত ১৫ বছর নিজেদের তৈরি সহিংসতাকে বিএনপি-জামায়াতের ওপর চাপানো হয়েছে।”

শরিফ হাদি অভিযোগ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তাঁর ভাষায়, “যে আদালত শেখ হাসিনার তৈরি, সেখানে হাজির হতে সমস্যা কোথায়? তিনি যদি মনে করেন, সেখানে বিচার হবে না, তবে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাক।”

বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতি হুঁশিয়ারি দিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, “যে দলগুলো আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার দাবি করছে, তারা আসলে ঘুষ খেয়ে তাদের পুনর্বাসনের পথ তৈরি করছে। কেউ যেন আওয়ামী রাজনীতিকে ফের দেশে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা না করে।”

সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, “গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ফল। ভবিষ্যতেও এই দেশের তরুণরা যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নামবে।”

শাহবাগ মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন