Tuesday, October 14, 2025

আরিয়ান খানের সিরিজে আলোচনায় রাঘব জুয়াল, নায়ক থেকে খলনায়ক—দুটি ভিন্ন চরিত্রে প্রশংসিত


ছবিঃ রাঘব জুয়াল (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

শাহরুখ-পুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘ব্যা***ডস অব বলিউড’ মুক্তির পরই আলোচনায় এসেছে। বিশেষ করে রাঘব জুয়াল ও ইমরান হাশমির একটি দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সিরিজে বলিউডকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে এবং দর্শকরা রাঘবের অভিনয়কে প্রশংসা করেছেন।

রাঘব জুয়াল এর আগে নাচের রিয়েলিটি শোতে তার স্লো মোশন নাচ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ২০১৪ সালে ‘সোনালি কেবল’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হলেও মূল খ্যাতি আসে ২০২৪ সালের ‘কিল’ সিনেমা থেকে। সেখানে খলনায়ক চরিত্রে তাঁর অভিনয় সমালোচক ও দর্শক উভয়ের মন জয় করেছে। পরবর্তীতে জি-ফাইভে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘গেয়ারা গেয়ারা’-তে তিনি নায়কের চরিত্রে অভিনয় করে নতুন মাত্রা যোগ করেছেন।

সাম্প্রতিক সাক্ষাৎকারে রাঘব জানিয়েছেন, তিনি কাজের ক্ষেত্রে সবসময় সিরিয়াস এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে অভিনয় করেন। তাড়াহুড়া না করে কাজের সুযোগ বেছে নেন। তিনি জানিয়েছেন, আপাতত নতুন প্রস্তাবগুলো বিবেচনা করছেন, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিতে চান।

অভিনয়ের পাশাপাশি সম্প্রতি অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে সম্পর্ক নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন রাঘব, কিন্তু তিনি নিজে তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন