- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। মানিকগঞ্জ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক (যুগ্ম সচিব) নামে এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগে কর্মরত ছিলেন এবং এসসিইএম প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফারুক পাবনা জেলার আমিনপুর থানার দিয়ার বামনন্দি গ্রামের বাসিন্দা। তার পিতা মরহুম ওয়াদুদ মিয়া।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে করে তিনি আরিচা ঘাটে পৌঁছান। সেখান থেকে কাজিরহাটে যাওয়ার উদ্দেশ্যে স্পিডবোটে পার হওয়ার জন্য যাত্রী ছাউনির নিচে একটি বেঞ্চে বসে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন এবং অল্প সময়ের মধ্যেই অচেতন হয়ে মাটিতে পড়ে যান।
ঘটনাটি নজরে এলে স্পিডবোট কাউন্টারে কর্মরত আতাউর রহমান দ্রুত তাকে একটি অটোরিকশায় করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে তার অবস্থা গুরুতর জানিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতাল অথবা মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরবর্তীতে তাকে অ্যাম্বুলেন্সে করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের একজন চিকিৎসক জানান, রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ ঘটনায় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে নিহতের ভাতিজা ফেরদৌসসহ পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ স্পিডবোটে করে নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়।