Tuesday, October 14, 2025

আখাউড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত গ্রেফতার


ছবিঃপ্রতীকী (সংগৃহীত । ইন্টারনেট)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মো. তরিকুল ইসলাম তুষার (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত তরিকুল ইসলাম তুষার নরসিংদী জেলার পলাশ থানার গজারিয়া গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আখাউড়ার খড়মপুর কেল্লা শাহ (রা.) মাজার এলাকার পুকুরঘাটে ১৫ বছর বয়সী ওই প্রতিবন্ধী কিশোরীকে তরিকুল ইসলাম তুষার ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে পুলিশ ও মাজার পরিচালনা কমিটির সদস্যরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে, রাত ৮টার দিকে ভুক্তভোগী কিশোরী মারা গেলে রাত ১১টায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই ঘটনার পর মাজার পরিচালনা কমিটির সিনিয়র সদস্য রোস্তম কামরান খাদেম বাদী হয়ে আখাউড়া থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্ত তরিকুল ইসলাম তুষারকে গ্রেফতার করে।

মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু জানান, তরিকুল ইসলামের আচরণ ও কথাবার্তা অসংলগ্ন মনে হলেও, সে ধর্ষণের কথা স্বীকার করেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, "এ ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক ধর্ষণের কথা স্বীকার করেছে। তার আচরণে অস্বাভাবিকতা দেখা গেছে।"

তিনি আরও বলেন, "ভুক্তভোগী কিশোরীর মরদেহ ময়নাতদন্তের পর ধর্ষণের বিষয়টি আরও স্পষ্ট হবে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।"


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন