Tuesday, October 14, 2025

৭৭তম এমি অ্যাওয়ার্ডস: ‘অ্যাডোলেসেন্স’ ও ‘দ্য স্টুডিও’র দাপট, সাই-ফাই সিরিজ ‘সেভারেন্স’ পেল সর্বাধিক মনোনয়ন


ছবিঃ এমিতে পুরস্কারজয়ী অভিনয়শিল্পীরা। (সংগৃহীত )

স্টাফ রিপোর্টার | PNN: 

বাংলাদেশ সময় আজ সকালে লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হলো ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নেট বারগেৎজি। এই আসরে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল সাই-ফাই ড্রামা সিরিজ ‘সেভারেন্স’—২৭টি বিভাগে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয়টি পুরস্কার জিতে আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ বাজিমাত করেছে। এছাড়া সর্বোচ্চ ১৩টি পুরস্কার জিতেছে কমেডি সিরিজ ‘দ্য স্টুডিও’।

প্রধান পুরস্কারগুলোতে বিজয়ী তালিকা:

  • ড্রামা সিরিজ: ‘দ্য পিট’

  • কমেডি সিরিজ: ‘দ্য স্টুডিও’

  • লিমিটেড/অ্যানথোলজি সিরিজ: ‘অ্যাডোলেসেন্স’

  • অভিনেতা (ড্রামা): নোয়া হয়াইল, ‘দ্য পিট’

  • অভিনেতা (কমেডি): সেঠ রোগেন, ‘দ্য স্টুডিও’

  • অভিনেতা (লিমিটেড সিরিজ/অ্যানথোলজি): স্টিফেন গ্রাহাম, ‘অ্যাডোলেসেন্স’

  • অভিনেত্রী (ড্রামা): ব্রিট লোয়ার, ‘সেভারেন্স’

  • অভিনেত্রী (কমেডি): জিন স্মার্ট, ‘হ্যাকস’

  • অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি, ‘দ্য পেঙ্গুইন’

  • পরিচালক (ড্রামা): অ্যাডাম র‍্যানডাল, ‘স্লো হর্সেস’

  • পরিচালক (কমেডি): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ, ‘দ্য স্টুডিও’

  • পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি, ‘অ্যাডোলেসেন্স’

পুরস্কার বিতরণের মুহূর্তে সেঠ রোগেন ও জিন স্মার্ট বিশেষভাবে আলোচিত হন। ৭৭তম এমি অ্যাওয়ার্ডস-এ এই বিজয়ী তালিকা বিশ্বের বিনোদন জগতে নতুন দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন