Tuesday, October 14, 2025

লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করল বার্সেলোনা


ছবিঃ গোলের পর ফেরমিন লোপেজ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

রায়ো ভায়েকানোর বিপক্ষে পয়েন্ট হারানোর ধাক্কার পর আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল বার্সেলোনা; কিন্তু সেই ধাক্কা দলকে আরও শক্তিশালী করে তুলেছে। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাদের অস্থায়ী ঘরের মাঠে খেলতে নেমে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় অর্জন করেছে।

রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া ও ফেরমিন লোপেজ দুই করে গোল করেছেন। বিশেষভাবে, রাফিনিয়া ও লেভানডফস্কি বদলি হিসেবে নামার পর জোড়া গোল করেছেন, যা লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো একই দলের দুই বদলি খেলোয়াড় এক ম্যাচে দুটি করে গোল করার নজির সৃষ্টি করেছে।

নতুন ক্যাম্প ন্যু এখনও খোলার অনুমতি না পাওয়ায় বার্সেলোনাকে ছয় হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে খেলতে হয়। ছোট মাঠে খেললেও বার্সার পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দল দারুণ ফুটবল উপহার দিয়েছে।

এই জয়ের ফলে বার্সেলোনা শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। চার ম্যাচে রিয়ালের পয়েন্ট ১২, বার্সার ১০।

ম্যাচের প্রথমার্ধে আধিপত্য থাকা সত্ত্বেও গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হলেও ২৯ মিনিটে ফেরমিন লোপেজের গোল দিয়ে বার্সা এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা রাফিনিয়া প্রথমে গোল করেন এবং পরবর্তী তিন মিনিটে লোপেজের দূরপাল্লার শটে দ্বিতীয় গোল করেন। এরপর রাফিনিয়া নিজের দ্বিতীয় গোল করেন। শেষ দিকে লেভানডফস্কি দুই গোল করেন, যা জয়ের ব্যবধান ছয় পর্যন্ত বৃদ্ধি করে।

বার্সার কোচ হ্যান্সি ফ্লিক ম্যাচ শেষে বলেছেন, “শুরু থেকেই আমরা জানতাম কী করতে চাই এবং সেটা কার্যকর করেছি। প্রতিটি পজিশনে দল অসাধারণ খেলেছে। ফেরান (তোরেস) এবং লেভানডফস্কির মধ্যে একজনকে বেছে নেওয়া আমার জন্য আনন্দের বিষয়।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন